যশোরের ঝিকরগাছায় চার নৈশপ্রহরীকে বেঁধে মুখে টেপ পেঁচিয়ে ইলেক্ট্রিক ওয়ার্কশপে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় আব্দুস সামাদ (৭০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ উপজেলার বেড়েলা গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে আনুমানিক ২টা থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে যেকোনো সময় একটি পিকাপে করে ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ ডাকাতদল রাজাপট্টিতে প্রবেশ করে। এ সময় রাজাপট্টিতে দায়িত্বরত চারজন নৈশপ্রহরীর হাত,পা বেধে মুখে টেপ এবং গামছা পেঁচিয়ে ঝিকরগাছা অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপ নামক একটি দোকানের সাটারের তালা ভেঙে লুঠ চালায় দূর্বৃত্তরা। এ সময় আব্দুস সামাদ নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়।
এদিকে ওই ওয়ার্কশপ থেকে হামকো কোম্পানির ২৫টি ব্যাটারী নিয়ে পিকাপে করে চম্পট দেয় ডাকাতদল।
ভোরে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখা চার নৈশপ্রহরীকে উদ্ধার করে। এ সময় আব্দুস সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ঝিকরগাছায় চার নৈশপ্রহরীকে বেঁধে মুখে টেপ পেঁচিয়ে ইলেক্ট্রিক ওয়ার্কশপে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনায় আব্দুস সামাদ (৭০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।
জাগো/আরএইচএম

