বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর উত্তর মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১২ আগস্ট সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি পরিত্যাক্ত ঘর হতে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।
এসময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মোহনপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা আশরাফুল হাসান। পরবর্তীতে জব্দকৃত ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।
জাগো/আরএইচএম

