যশোর শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সাবেক সভাপতি শহীদ আব্দুল মান্নানের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে রেলগেটস্থ জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি সাঈদুর রহমান।
দীর্ঘ আলোচনা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন।
আলোচনা সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক সভাপতি শহীদ আব্দুল মান্নানের মাগফিরাত কামনা করে তার খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

