পদ্মা সেতু চালু হওয়ার ৪২ দিনের মাথায় টোল ১০০ কোটি টাকা অতিক্রম করলো।
গত ২৬ জুলাই থেকে যান চলাচল শুরু হওয়ার পর ৬ আগস্ট (শনিবার) রাত ১২টা পর্যন্ত সেতু পাড়ি দিয়েছে ছোট-বড় ৯ লাখ ৩ হাজার ৮৪০টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
এই টোলের মধ্যে রাজধানী হয়ে দক্ষিণের মুখে আদায় কিছুটা বেশি। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে নদী পারের আদায় কিছুটা কম, যদিও এই দুইয়ের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়।
রবিবার (৭ আগস্ট) দুপুরে তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
অর্থাৎ দিনে গড়ে টোল আদায় হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকার বেশি। এই টোলের মধ্যে এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ২৪ ঘণ্টায়। ঈদের ছুটির আগে আগে ঘরমুখো মানুষের ভিড়ে সেদিন আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
সেতু চলাচলের প্রথম ২০ দিনে টোল আদায় ছাড়িয়ে ছিল অর্ধশত কোটি টাকা। অর্থাৎ প্রথম ২০ দিনের সমপরিমাণ টোল আদায় করতে সময় লেগেছে এর পরের ২২ দিন।
সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৬ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫৩৮টি যান। এতে টোল আদায় হয়েছে ৫০ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে শরীয়তপুরের জাজিরা টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৩০২টি যানবাহন। এতে আদায় হয়েছে ৫০ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫৫০ টাকা।
অর্থাৎ রাজধানীর দিক থেকে দক্ষিণমুখী গাড়ি পারাপারে টোল বেশি আদায় হয়েছে ৩৬ লাখ টাকার কিছু বেশি।

