দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আবারও বোলিং নিয়েছে জিম্বাবুয়ে। টস হারে কোন সমস্যা দেখছেন না তামিম ইকবাল। এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
লিটন দাসের ইনজুরিতে কপাল খুলেছে নাজমুল হোসেন শান্তর। এদিকে মুস্তাফিজুর রহমানের চোট সুযোগ করে দিয়েছে তাইজুল ইসলামকে। মোসাদ্দেক হোসেন সৈকতকে বসিয়ে হাসান মাহমুদে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম ওয়ানডেতে হতশ্রী বোলিং ও ফিল্ডিং ভুগিয়েছিল বেশ। মুশফিকুর রহিমের স্ট্রাইক রেটও ছিল প্রশ্নবিদ্ধ। এদিকে ফর্মহীন শান্ত কতটা পূরণ করতে পারবেন লিটনের অভাব, তা নিয়েও আছে শঙ্কা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক), টাডিভিনাসে মারুমানি, টাকুডভিনাসে কেইটানো, টনি মানইয়োঙ্গা, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, লুক জঙ্গুয়ে, ভিক্টর নিয়াউচি, ব্র্যাড ইভানস এবং টানাকা চিভাঙ্গা।

