যশোরসহ ১৪ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা

আরো পড়ুন

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরি ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।

ঘোষণা অনুযায়ী, রবিবার (৭ আগস্ট) সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন।

তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ না করে দিলে, আমরা ভাড়া বাড়াতে পারি না। আমাদের এক ট্যাংকলরি তেল নিয়ে নির্ধারিত পাম্পে যেতে আগের তুলনায় খরচ বেড়েছে।

তিনি আরো বলেন, আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও, পাম্প মালিকদের কমিশন বাড়ানো হয়নি। এসব দাবিতে আমরা আগামীকাল ধর্মঘটে যাচ্ছি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ