অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ ময়মনসিংহ-সিলেটে

আরো পড়ুন

ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সিলেটে কোনো ঘোষণা ছাড়াই গত চার দিন ধরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

সিলেট মালিক সমিতির নতুন বাস নামানোকে কেন্দ্র করে গত ২ আগস্ট থেকে বাস চলাচল করছে না। কোনো ধরনের ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় কাউন্টারে গিয়ে বিপাকে পড়ছেন যাত্রীরা।

ময়মনসিংহ মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান শুক্রবার (৫ আগস্ট) রাতে সাংবাদিকদের বাস বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, নেত্রকোণা জেলায় চলাচলের জন্য গত ২ আগস্ট সিলেট মালিক সমিতির দুটি বাস নামিয়েছে। কিন্তু নেত্রকোণা মালিক সমিতি এ বাস দুটি চলাচল করতে দিবে না বলে জানায়। কিশোরগঞ্জ মালিক সমিতিও নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে সিলেট মালিক সমিতি ময়মনসিংহ-সিলেট সড়কে তাদের সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

আরাফাত নামের এক যাত্রী বলেন, চার দিন ধরে সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে, অথচ আমরা সাধারণ যাত্রীরা কিছুই জানি না। শুক্রবার বিকেলে সিলেটের টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারছি বাস চলাচল বন্ধ। টিকিট না পেয়ে বাড়িতে ফেরত গেছি।

ময়মনসিংহের শাহজালাল পরিবহনের ম্যানেজার বলেন, ময়মনসিংহ থেকে সিলেটগামী বাসগুলো কিশোরগঞ্জ হয়ে যায়। ১ তারিখ রাতেও আমাদের বাস ময়মনসিংহ থেকে ছেড়ে গেছে। সমস্যা সমাধান না হওয়ার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু গাড়ি সিলেটে আটকে দেয় মালিক সমিতি। পরে সব গাড়ি বাস ছাড়াই সিলেট থেকে ময়মনসিংহে ফেরত আসে। বর্তমানে ময়মনসিংহের কোনো গাড়ি সিলেটে প্রবেশ করতে না দেয়ায় ময়মনসিংহ থেকে সিলেটগামী সব গাড়ি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এ বাস চলাচল বন্ধ সম্পর্কে মালিক সমিতি ছাড়া অন্য কেউ এখনো জানে না। ফলে অনেকে না জেনে টিকিট নিতে এসে ফেরত যাচ্ছেন। মালিক সমিতির নেতারা চেষ্টা করছেন, এ সমস্যা দ্রুত সমাধান করার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ