খুলনা বিভাগের সাত জেলায় ইভিএম সংরক্ষণ, গুদাম ভাড়া হয়নি যশোরে

আরো পড়ুন

খুলনা বিভাগের সাত জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণ করা হয়েছে। তিন জেলায় এ মেশিন রাখার জন্য এখনো গুদাম ভাড়া করা হয়নি।

নির্বাচন কমিশনের সূত্র বলেছে, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ ঘোষিত হবে সেখানে অগ্রাধিকার হচ্ছে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, কতটি আসনে ইভিএম ব্যবহার হবে এবং ইভিএমএ পেপার ট্রেইলযুক্ত করা হবে কী না ইত্যাদি। এসময়ে বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ চলছে। সর্বশেষ তালিকা অনুযায়ী খুলনা বিভাগে ভোটার সংখ্যা ১ কোটি ১৬ লাখ ১১ হাজার ৫৬৩ জন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ২৪ হাজার ২০২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের সকল আসনে শাসক দলের প্রার্থীরা জয়ী হন। এখানকার এক তৃতীয়াংশ ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অংশগ্রহণকারী বিরোধী দলগুলো এ পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছিল।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির তথ্য দিয়েছেন, বিভাগের ১০ জেলায় ১৫ হাজার ইভিএম সংরক্ষণ করা হয়েছে। যশোর, কুষ্টিয়া ও মাগুরায় গুদাম ভাড়া করা সম্ভব হয়নি। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। এখনো চূড়ান্ত হয়নি কোন আসনগুলোতে ইভিএম ব্যবহার হবে। সংলাপ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরো জানান, রুটিন ওয়ার্ক অনুযায়ী সংসদ নির্বাচনের পূর্বে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ হয়।

সূত্র জানায়, কমিশনের বিজ্ঞপ্তি দেয়ার পর সংসদীয় আসনের সীমানার নির্ধারণে কারও অভিযোগ থাকলে অভিযোগ দায়েরের পর যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা চূড়ান্ত করা হবে। ভোটার বাড়া-কমার ওপর সীমানা নির্ধারণ অনেক সময় হয়ে থাকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ