যশোরে অস্ত্রসহ ২৫ মামলার আসামি রমজান গ্রেফতার

আরো পড়ুন

যশোরের মুজিব সড়ক থেকে সন্ত্রাসী রমজান শেখকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে হত্যা অস্ত্র-বিস্ফোরক ও ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় যশোর র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৬।

যশোর র‍্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিজুর রহমান বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রমজানকে গ্রেফতার করা হয়। এসময়ে তার দেহে তল্লাশি করে একটি অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতি-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫টি মামলা চলমান রয়েছে। র‍্যাব তাকে যশোর কোতয়ালী থানায় সোর্পদ করেছে।

মামলাগুলোর মধ্যে- অস্ত্র মামলা ৭টি, বিস্ফোরক মামলা ৫টি, হত্যা মামলা ১টি, ডাকাতি মামলা ১টি, হত্যাচেষ্টা মামলা ৪টি, এছাড়াও মাদকসহ অন্যান্য ৭ টি মামলা রয়েছে।

গ্রেফতার রমজান আলী যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ফায়েক শেখের ছেলে। যশোর কোতোয়ালী থানা পুলিশ সন্ত্রাসী রমজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ