নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

আরো পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) ভোরে চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নিহতদের শনাক্ত করতে পারেনি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান। নিহত নারী ও পুরুষ দুইজনই মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় লোকজন।

ওসি মৃদুল কান্তি কুরি জানান, তারা দুইজনই গাড়ি চাপায় নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ