যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের একটি মাদক নিরাময় কেন্দ্রে থেকে আসিফ (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শনিবার সকালে মাদক নিরাময় কেন্দ্রের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। আসিফ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের তবিবর রহমানের ছেলে।
কেন্দ্রের ম্যানেজার আমিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সকালে প্রহরী জাহিদ হাসান বাথরুমে ঝুলন্ত অবস্থায় আসিফের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আসিফের বাবা তবিবর রহমান জানিয়েছেন, আসিফ মাদকাসক্ত ছিল। তার চিকিৎসার জন্য ঢাকা আহছানিয়া মিশনের মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় চলতি মাসের ১৫ তারিখে। ১৭ হাজার টাকা মাসিক চুক্তিতে আসিফকে ভর্তি করা হয়। কিন্তু শনিবার জানতে পারি আসিফ বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ মনিরুজ্জামান জানিয়েছেন, লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।

