দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন।
শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, শুক্রবার দুইজনের মৃত্যু এবং ৬২০ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিলে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৪১৫টি। এর মধ্যে চারজনের মৃত্যু এবং ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

