ঝিকরগাছায়  ভিডিও গেম দেখানোর নামে  শিশু ধর্ষণ

আরো পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ২য় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। তাঁর বয়স সাত বছর। মারাত্নক আহত অবস্থায় তাকে যশোর  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার ইয়াছিন কবীর বাপ্পি (২৫) কে আসামী করে ঝিকরগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেছে ভুক্তভুগী শিশুর পিতা। মোবাইলে ভিডিও গেম দেখানোর নাম করে তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করা হয়। ধর্ষক একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার বিকালে শিশু মেয়েটি ধর্ষক ইয়াছিন কবীর বাপ্পির বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি চলে আসলে শিশুটি ধর্ষকের বাড়ির বারান্দায় ওঠে। এসময় তার বাড়িতে কেউ না থাকায় ধর্ষক ইয়াছিন কবীর বাপ্পি মোবাইলে ভিডিও গেম দেখানোর নাম করে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে আহত শিশুটির প্রচন্ড রক্তক্ষরণ দেখে তার পিতা চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০শয্হাযা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখনও সে চিকিৎসাধীন আছে। এব্যাপারে ঝিকরগাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী ২০০৩ ধারায় ইয়াছিন কবীর বাপ্পিকে আসামী করে শিশুটির পিতা একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির পিতা জানান, মেয়েটি খুবই অসুস্থ। একটু হাটাহাটি করলেই রক্তক্ষরণ হচ্ছে। যেকারণে এখনও হাসপাতালে আছি।

স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি নিয়ে আমার কাছে আসার পরে তাদেরকে আইনের আশ্রয় নেয়ার জন্য বলেছি। ঐ ছেলেটি মণিরামপুরের দিকে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা শেষ করেছে এবং কোন এক জায়গায় ইমামতিও করে। কিন্তু জায়গার নাম সঠিক বলতে পারব না। ঘটনার দিন ওর বাবা-মা যশোরে ডাক্তার দেখাতে গিয়েছিল। এসুযোগে সে এই জঘন্য কাজ করেছে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শিশু ধর্ষনের ঘটনায় ভুক্তভুগী শিশুর পিতা মামলা করেছেন। আসামীকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ