ব‌রিশা‌লে মিনিবাস-হুইলারের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ব‌রিশা‌লের বাকেরগঞ্জ উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়‌কে বিআর‌টি‌সি বাস ও ব্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশার সংঘর্ষে নারীসহ ৪ যাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হয় তিনজন‌। তাদের মুমূর্ষু অবস্থায় ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ‌্যা‌লিপ‌্যাড-সংলগ্ন সড়‌কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং ব‌্যাটা‌রিচা‌লিত অটোচালক সোহাগ (২৪)। নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

তি‌নি ব‌লেন, বিআর‌টি‌সির এক‌টি বাস‌ কুয়াকাটা থে‌কে থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যাত্রী নি‌য়ে যা‌চ্ছি‌লে। অন্যদি‌কে ব‌্যাটা‌রিচা‌লিত এক‌টি অ‌টো যাত্রী নি‌য়ে বা‌কেরগঞ্জের লক্ষ্মীপাশা থে‌কে বা‌কেরগঞ্জ পৌর শহ‌রের দি‌কে যা‌চ্ছি‌লে। প‌থে দুই যা‌নের ম‌ধ্যে মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়। ঘটনাস্থ‌লে এক নারীসহ চারজ‌ন নিহত হয়। এক শিশুসহ তিনজন আহত হ‌য়ে‌ছে। তা‌দের ব‌রিশা‌লের শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। মহাসড়‌কে কিছু সম‌য়ে‌র জন‌্য যান চলাচ‌লে ব‌্যাঘাত ঘট‌লেও এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, সংঘ‌র্ষে অ‌টো‌টি দুম‌ড়েমুচ‌ড়ে গি‌য়ে‌ছে। বা‌সের চালক ও সহকারী পা‌লি‌য়ে যাওয়ায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি। নিহত‌দের ময়নাতদ‌ন্তের জন‌্য লাশ শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় এক‌টি মামলার প্রস্তু‌তি চল‌ছে।

বাকেরগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল ব‌লেন, ঘটনাস্থ‌লে চারজন নিহত হ‌য়ে‌ছে। বা‌কি তিনজনকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ