যশোরে একটি ইজিবাইকসহ আন্তজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকৃত হলেন, যশোর চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের শরিফুল ইসলাম (২১) ও যশোর শার্শা উপজেলার কাশিপুর গ্রামের শামিম মন্ডল কালু (২২)।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নেতৃত্বে এসআই শামীম হোসেন ও এসআই সাদ্দাম হোসেনসহ একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের হেফাজত থেকে ৫টি ইজিবাইকের ব্যাটারী ও ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টসও উদ্ধার করেন।
ডিবির ওসি রুপণ কুমার সরকার বলেন, গত ৭ এপ্রিল ২০২২ তারিখ বিকাল সাড়ে তিনটার দিকে যশোর প্রেসক্লাবের সামনে থেকে প্রেসক্লাবের কর্মচারী আব্দুর রহমান (৪০) একটি হলুদ রঙের বোরাক ইজিবাইক কে বা কারা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনার পরের দিন আব্দুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করেন। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোরদার মামলাটির তদন্ত ভার দেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর। এরপর আমি মামলাটির তদন্তভার দিয় যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ এসআই শামীম হোসেন ও এসআই সাদ্দাম হোসেনের নিকটে। এক পর্যায় তারা প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করেন। চৌকস টিমটি মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের হেফাজত থেকে ৫টি ইজিবাইকের ব্যাটারী ও ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করেন।
বুধবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।

