সর্বোচ্চ ৪ ঘণ্টা লোডশেডিং হবে যশোরে, শতাধিক দোকানে অভিযান

আরো পড়ুন

সরকারের নির্দেশ পালনে মাঠে নেমেছে ওজোপাডিকো যশোর।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টার পর শহরের শতাধিক দোকানে অভিযান চালিয়ে দোকান বন্ধ করে দেয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। ভবিষ্যতে সরকারের নির্দেশনা না মানলে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার ৩৮ মেগাওয়ার্ট বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন তারা। এজন্য এলাকাভিত্তিক লোডশেডিং করেছে বিদ্যুৎ বিভাগ।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমাদের ৩৫টি ফিডার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। এখানে প্রতিদিন চাহিদা থাকছে ৫৫ মেগাওয়াট। গতকাল পাওয়া গেছে ৩৫ মেগাওয়াট। গতকাল আমরা এলাকাভিত্তিক (ফিডার অনুযায়ী) এক ঘণ্টা করে লোডশেডিং করেছি। এভাবে সরকারের নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ ঘণ্টা লোডশেডিং করা হবে। যখনই বিদ্যুৎ বন্ধ হবে এক ঘণ্টা ধরে থাকবে না। তিনি আরো জানান, লোডশেডিং বাড়বে কিনা এটা নির্ভর করছে কেন্দ্র থেকে আমাদের কতটুকু বিদ্যুৎ সরবরাহ করবে এর উপর।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ১৯ জুলাই থেকে সন্ধ্যার পর এক সপ্তাহ জোনভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে যদি সাশ্রয় কম হয়, তাহলে আরো এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। সাশ্রয়ের জন্য ডিজেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হবে। এছাড়া রাত ৮টার পর শপিং মলসহ দোকানপাট বন্ধ রাখা, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এসি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ