যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদ উদ আযহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
উপাচার্যের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ঈদের ছুটির আগে করোনা পরিস্থিতি বিবেচনায় ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের নতুন ক্লাস অনলাইনে হচ্ছে। তবে ঈদের ছুটি শেষে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।
স্বল্প পাল্লার এ ছুটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, ১০ জুলাই ঈদ কিন্তু আমাদের ছুটি দেয়া হয়েছে ৯ জুলাই থেকে। আমরা যারা দূর থেকে এসে এখানে পড়াশোনা করছি তাদের জন্য ঈদ যাত্রা অনেক ভোগান্তির হবে। তাছাড়া বাস ট্রেনের টিকেট ও পাওয়া যাবে না।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সময় অনুযায়ী ঈদ উল আযহার ছুটি ৫ দিন হলেও বন্ধের পূর্বে ও পরে বৃহস্পতিবার ও শুক্রবার থাকায় ছুটি মোট ৯ দিন।

