ঝিনাইদহে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২০

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ জুলাই ) ভোরে মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায়।

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ