মাদক বিক্রয়ে বাধা দেয়ার যশোরে আফজালকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আরো পড়ুন

মাদক বিক্রয়ে বাধা দেয়ার জেরে গত ২৯ মে যশোরে আফজাল শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন ওরফে সিজানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজারহাট এলাকা থেকে মঙ্গলবার(২৮ জুন) রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র্পূব শত্রুতার জের ধরে গত ২৯ মে আসামি সাজ্জাদ ওরফে সিজান ও তার সহযোগীরা র্পূব পরিকল্পিত ভাবে ধারালো চাইনিজ কুড়াল, দা, চাকু দিয়ে ভিকটিম আফজাল শেখ (২৮) কে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আসামিরা পালিয়ে যায়।

এ বিষয়ে ভিকটিমের বাবা ছলমোন শেখ (৬৩) বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, আসামি ও তার সহযোগী আসামিদেরকে মাদক বিক্রয়ে বাধা-নিষেধ করাতেই ভিকটিমের সাথে শত্রুতার শুরু হয়।

এই ঘটনার পরপরই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, হত্যা মামলার সাথে জড়িত আসামি যশোরের রাজারহাট এলাকায় অবস্থান করছে। র‌্যাবে একটি অভিযানিক দল রাত সাড়ে ১০ টায় রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাজ্জাদ হোসেন ওরফে সিজানকে গ্রেফতার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে। আটক আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ