সভাপতি নির্মল রঞ্জন গুহ মৃত্যুতে যশোর স্বেচ্ছাসেবক লীগের শোক

আরো পড়ুন

জ্যেষ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। বুধবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।

এদিকে  প্রিয় নেতার মৃত্যুতে যশোর স্বেচ্ছাসেবক লীগ পরিবারে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করেছেন যশোর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট।

সংগঠনটির সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপরই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

291386426 5750886524924756 544901025565543172 n
ছবিটি যশোর স্বেচ্ছাসেবক লীগের শুধুই স্মৃতি

অন্যদিকে শোক প্রকাশ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সহ সভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিপু,

সদস্য বাবুল আক্তার, প্রদিপ দাস, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, প্রচার সম্পাদক এম এইচ সোহাগ, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো: ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, সদস্য কামরুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত রহমান বাসিত, এস এস রয়েল, ইমন তরফদার, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফারুক হোসেন, জুয়েল খান, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজমাঈনুল হক, যুগ্ম আহ্বায়ক জেএম সুমন, ৯ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিব সাইফুল, টুটুল আহমেদ, আব্দুল জলিল, নওয়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশীদ, ইশতিয়াক আহমেদ, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিন উল্লাহ বিশ্বাস, আরবপুর ইউনিয়নের ইস্রাফিল সরদার, যুগ্ম আহবায়ক আহমেদ আলী, সাজ্জাদ হোসেন, দেয়াড়া ইউনিয়নের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাপ্পি, রাসেল, সোহাগ, হাবিব, চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, সুমন, মানিক, জুলফিকার বাবু, ইছালী ইউনিয়নের মিথুন হোসেন, দিপংকর ঘোষ, কামরুল হাসান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহসান ইভেন, যুগ্ম আহবায়ক অনিক আহমেদ,

রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বাবলু, মাসুদুর রহমান লিটন, লিমন , আশরাফুল ইসলাম, রমজান গাজী, রবিউল ইসলাম, সাইদুর রহমান, সামসুর রহমান, এনায়েতুর রহমান প্রমুখ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ