যশোরের বাঘারপাড়ায় বিরল এক শিশুর জন্ম হয়েছে। জন্মের এক ঘণ্টা পর মৃত্যুও হয়েছে শিশুটির।
সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় বাঘারপাড়া ফাতেমা ক্লিনিকে তার জন্ম হয়।
বাঘারপাড়ার নাজিম উদ্দীনের স্ত্রী ইতি বেগম (৩০) এই বিরল শিশুটির জন্ম দেন। ইতি বেগম জানান, তার দুইটি মেয়ে সন্তান আছে। পরে আরো একটি সন্তান তার গর্ভে আসে। সিজার করে শিশুর জন্মও হয়। কিন্তু তা অনেকটায় বিরল। ডাক্তাররা আগে থেকেই বলেছিলো পেটের শিশুটি স্বাভাবিক ভাবে ওজন বেশী। কিন্তু এমন হবে তা তাদের ধারণাতেই ছিলো না বলে জানান। তিনি আরো বলেন, শিশু যেমনটিই হোক সেটা বিষয় না। ও আমার গর্ভের সন্তান। তিনি তার শিশুর মাগফেরাত কামনা করেন।
ফাতেমা ক্লিনিকের মালিক ওহিদুজ্জামান বলেন, আমরাও সিজারের পর শিশুকে দেখে অবাক হয়েছি। কিন্তু তার শরীরে বেশ কয়েকটি অঙ্গ অস্বাভাবিক ছিলো। তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেও জন্মের এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। এ ধরণের শিশুর চেহারা তারা আগে কখনোই দেখে নি বলে জানান।

