কেশবপুরে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে পালালো জিকেএসএস এনজিও

আরো পড়ুন

উৎপল দে, কেশবপুর: যশোরের কেশবপুরে জিকেএসএস নামে একটি এনজিওর কর্মকর্তারা ঋণ দেয়ার নামে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে।

সোমবার (২৭ জুন) বিকেলে ভুক্তভোগী গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের মধ্যকুল এলাকায় বাসা ভাড়া নিয়ে গণকল্যাণ স্বাবলম্বী সংস্থা (জিকেএসএস) নামে একটি এনজিও কার্যক্রম চালিয়ে আসছিল। এনজিওর কর্মকর্তারা বিভিন্ন মানুষকে সমিতিভুক্ত করার মাধ্যমে সঞ্চয় হিসেবে ১০ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা নেন। গত ২৫ জুন তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সঞ্চয় গ্রহণ করেন। গ্রাহকদের জানানো হয় ২৬ জুন তাদের ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। ওইদিন সঞ্চয়ী জমাকৃত গৃহকরা ঋণ নিতে এসে দেখেন সমিতির ঘর তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন। গ্রাহকরা জানান, ৬০০ থেকে ৭০০ গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ওই কর্মকর্তারা পলাতক রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ নিয়ে অফিসে আসলে তাদেরকে থানায় মামলা করার কথা বলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ