চোর ধরলেন ইজিবাইক চালক, ছেড়ে দিলেন মেম্বার, হতাশ পুলিশ

আরো পড়ুন

স্বামী-স্ত্রী সেজে ইজিবাইকে যাত্রীবেশে উঠে ফাঁদে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ঘটনা বুঝতে পেরে চালক স্থানীয় জনতার সহায়তায় হাতে নাতে তাদের ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আসার আগেই প্রভাবখাটিয়ে চোরদলকে ছেড়ে দেয় মেম্বার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হতাশ হয়ে ফিরে আসে।

এ ঘটনায় এলাকায় চলছে আলোচনা সমালোচনা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্থা এলাকায়।

খবর পেয়ে দুপুর একটার দিকে নান্দাইল চৌরাস্তায় গিয়ে দেখা যায়, শ্রমিক সংগঠনের কার্যালয়ের চেয়ারে বসে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রতন ভূঁইয়া। কার্যালয়ে ভেতরে পুলিশ সদস্য ও বাইরে প্রচুর লোকজনের ভিড় দেখা যায়। জানা যায়, দুপুর সাড়ে বারোটার সময় নান্দাইল উপজেলার কানুরামপুর কতুবপুর এলাকার গিয়াস উদ্দিন নামে এক ইজিবাইক চালক যাত্রী নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চৌরাস্থা এলাকায় আসে। এ সময় এক নারী যাত্রী চালককে সাথে নিয়ে কিছু দূরে যায় একটা কিছু আনতে।

গিয়াস উদ্দিন জানান, কিছুদূর যাওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি ওই নারীকে রেখেই নিজের ইজিবাইকের কাছে আসেন। পরে দেখতে পান ইজিবাইকে থাকা পুরুষ যাত্রী নিজেই চালিয়ে ইজিবাইকটি নিয়ে যাচ্ছে। এ অবস্থায় চিৎকার দিলে স্থানীয় জনতা নারী ও পুরুষকে ধরে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান নান্দাইল মডেল থানার এসআই সবুর উদ্দিন। তিনি জানান, তিনি পুলিশ নিয়ে চৌরাস্তা এসে চোরদের পাননি। স্থানীয় ইউপি সদস্য রতন ভূঁইয়া তাদের ছেড়ে দিয়েছেন।

অপরাধীদের পুলিশের কাছে তুলে না দিয়ে ছেড়ে দেয়ার কারণ জানতে চাইলে রতন ভূঁইয়া বলেন, হাজার হাজার জনতার হাত থেকে রক্ষা করতেই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, কয়েকদিন পরপরই নারী-পুরুষ মিলে কৌশলে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এতে অতিষ্টি ছিল চালকরা। গতকাল চোর ধরার পর তারা স্বস্থ্যি পাচ্ছিল। এই মুহুর্তে অজ্ঞাত কারণে রতন ভুইয়া চোরদের ছেড়ে দিয়েছেন। এ ঘটনার পর রতন ভুইঁয়ার ভয়ে কেউ প্রতিবাদ করেনি। কারণ ওই নেতার লোকজন চৌরাস্তা এলাকার ইজিবাইক থেকে চাঁদা আদায় করে থাকেন। স্থানীয় একটি সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ার পর রতন ভূঁইয়াকে জুয়ার আসর থেকে ডিবি পুলিশ আটক করেছিল। অজ্ঞাত কারণে পরে তিনি ছাড়া পেয়েছিলেন।

এ ঘটনায় ওসি মিজানুর রহমান জানান, জনতা চোর ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও চোর পায়নি। রতন ভুইঁয়া নামে একজন নাকি ছেড়ে দিয়েছে। এটা অন্যায় করেছে। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ