করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে

আরো পড়ুন

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (২২ জুন) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর এবং ২০২১ সালের ১৬ জুন তিনি করোনা আক্রান্ত হন।

গত কয়েকমাস সাংগঠনিক কার্যক্রমে সারাদেশ চষে বেড়িয়েছেন আওয়ামী লীগের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক। সর্বশেষ ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে পদ্মা সেতুর উদ্বোধনে আওয়ামী লীগের জনসভা সফল করতে ২০ জুন মাদারীপুরে বর্ধিত সভা করে ঢাকায় আসলে অসুস্থ হন। এ সময় তার করোনা পরীক্ষা করলে করোনা রিপোর্ট পজে৭টিভ আসে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ