বাঘারপাড়ায় লাটাহাম্বা পাল্টি খেয়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, আহত ২

আরো পড়ুন

বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় ইঞ্জিনচালিত লাটাহাম্বা পাল্টি খেয়ে এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় ড্রাইভারসহ ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) রাত ৮ দিকে উপজেলার বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক সংলগ্ন ইন্দ্রা-পাঁচবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাত বিচ্ছিন্ন হওয়া ওই শ্রমিকের নাম এসকেন আলী (৩৫)। তিনি উপজেলার পশ্চিমা গ্রামের আতিয়ার মোল্যার ছেলে। তিনি সিমেন্ট বহনের কাজ করেন। আহতরা হলেন, একই এলাকার মুরাদ মোল্যার ছেলে লাটাহাম্বা চালক রমজান আলী (২২) ও ইসাহক মোল্লার ছেলে শ্রমিক আজিজুর রহমান (৩৫)।

প্রত্যক্ষদর্শী জসীম উদ্দীন জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে একটি লাটাহাম্বার ভ্যান সাইড দিতে যেয়ে পাল্টি খায়। এসময় শ্রমিক এসকেন আলীর হাত গাড়ির নিচে চাপা খেয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে শ্রমিক আজিজুর রহমান জানিয়েছেন, সন্ধ্যা ৭ দিকে পশ্চিমা গ্রামের আব্দুল আলিমের সিমেন্ট নেয়ার বাঘারপাড়া বাজারের উদ্দেশ্য রওনা হন তারা। পথিমধ্যে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক সংলগ্ন ইন্দ্রা-পাঁচবাড়িয়া সড়কের জামতলায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে যেয়ে লাটাহাম্বাটি পাল্টি খায়। এসময় গাড়ির নিচে শ্রমিক এসকেন আলীর বাম হাত চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন জানান, অটোভ্যান সাইড দিতে যেয়ে লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। চাপা খেয়েই শ্রমিক এসকেন আলীর হাত বিচ্ছিন্ন হয় এবং ড্রাইভারসহ ২ জন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. খাদেমুল এহসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বাম হাত বিচ্ছিন্ন এক শ্রমিককে হাসপাতালে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আশঙ্কাজনক হওয়ার তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ