বাগেরহাটের মোরেলগঞ্জে মোকলেসুর রহমান (৭০) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৭টার দিকে তেলিগাতী ইউনিয়নের মধ্যম তেলিগাতী গ্রামে ওই কৃষকের নিজ ঘরের পাসে গলা কাটা অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশিরা।
নিহত মোকলেসুর রহমান খান তেলিগাতি গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। মোকলেসুর রহমানের স্ত্রী ও ৭ জন সন্তান রয়েছে। তবে, ঘটনার রাতে সে একাই বাড়িতে ছিল। কারা কি কারণে মোকলেসুর রহমানকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ তার ঘরের পাশে পড়ে রয়েছে এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

