ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আজকের শিশুরা আগামীর বাংলাদেশ গড়বে। আর আগামীর যে সম্ভাবনা তা আজকের শিশু সন্তানরা গড়বে। এ জন্য আগামী প্রজন্মকেই গড়ে তুলতে হবে কল্যাণমুখী।
শনিবার (১৮ জুন) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ২০২২ আটটি উপজেলার বাছাইকৃত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের সবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিওনাল হেড ফকির আকতারুল আলম, সিটি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, যশোরের সিনিয়র জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, শিশুর বিকাশ স্বাভাবিক ভাবেই হতে হবে। শিশুকে কোনোভাবেই স্বাভাবিক বিকাশে বাধা প্রদান করা যাবে না।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা ও ফরিদপুর রিজিওনাল হেড ফকির আকতারুল আলম বলেন, শিশু কালেই শ্রেষ্ঠ সময়। এ সময়কে সুন্দর ভাবে কাজে লাগাতে হবে।
সিটি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, মোবাইল কোমলমতি শিশুদের নষ্ট করে দিচ্ছে।
যশোরের সিনিয়র জেলা তথ্য অফিসার (চঃদাঃ) এলিন সাঈদ-উর রহমান বলেন, আলোর পথে এবং সাংস্কৃতিক চর্চায় থাকলে কোন শিশুই বিপদগামী হবে না।
আযান, হামদ-নাতে রসুল, কোরআন তেলাওয়াত’সহ সাতটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক শিশু কিশোর এ প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেন। কেশবপুর, মণিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, অভয়নগর, শার্শা, ঝিগরগাছা ও যশোর সদর উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

