এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো নির্মল রঞ্জন গুহকে

আরো পড়ুন

ঢাকা অফিস: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল তিনটায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। নির্মল রঞ্জন গুহের স্ত্রী ও ভগ্নিপতি তার সঙ্গে গেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মল রঞ্জনকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

নির্মল রঞ্জনের স্ত্রী আলেয়া রানী গুহ জানান, গত রোববার তার স্বামী দোহারে গিয়েছিলেন। সেখানে প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে রাতেই তাকে ঢাকায় এনে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সকালে নির্মল রঞ্জনের মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো না যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ