চুয়াডাঙ্গায় নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক ধরা

আরো পড়ুন

চুয়াডাঙ্গা থেকে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন রেলষ্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি চুয়াডাঙ্গার জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৩৮ (আটত্রিশ) পাতায় মোট ৩৮০ (তিনশত আশি) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ