যশোর শহরের জেল রোডে মাতৃসেবা ক্লিনিক এবং বন্ধন হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (০৫ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযোগ এবং চিকিৎসা খাতে নানা ত্রুটি থাকায় দুই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়।
সিভিল সার্জন যশোর অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান জানান, অপারেশন ওটিতে রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগের সত্যতার ভিত্তিতে বন্ধন হসপিটালের অপারেশন থিয়েটার বন্ধ করা হয়েছে। এবং মাতৃসেবা ক্লিনিকের বিরুদ্ধে রোগীর স্বজনদের অভিযোগ এবং থানায় মামলাসহ রোগীদের মারধর, জোর পূর্বক টাকা নেয়ার অভিযোগে মাতৃসেবা ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

