অভয়নগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :  যশোরে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ জুন) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মেলন করা হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জননেতা বাবু রনজিৎ কুমার রায়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু নির্মল কুমার চ্যাটার্জি।

নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুযেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল সায়েম, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান ও সিনিয়ার সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
IMG 20220604 WA0003

সম্মেলন শেষে অভায়নগর উপজেলার আসলাম হোসেন বিশ্বাসকে সভাপতি ও শাকি কামাল কে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে নওয়াপাড়া পৌরসভার সভাপতি মেহেদী ইসলাম রাজন ও সাধারণ সম্পাদক করা হয়েছে খন্দকার আল ইমরানকে। এদেরকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ