জ্যেষ্ঠ প্রতিবেদক: বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। শনিবার (৪ জুন) বিকেল ৩টার দিকে শত শত শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করছেন। এর ফলে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে।
শ্রমিকরা জানান, কয়েক বছর ধরে তাদের বেতন সেভাবে বাড়ানো হয়নি। অনেকদিন ধরেই নিত্যপণ্যের দাম লাগামহীন। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেজন্য বেতন বাড়ানোর দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়কে নেমেছেন তারা। এতে ওই এলাকার কয়েককটি পোশাক কারখানা শ্রমিক অংশ নিয়েছেন। দাবি না মানলে আগামীকালও আবার কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তারা।
শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ। যান চলাচল থমকে যাওয়ায় অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।
ডিএমপির মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, আসলে শ্রমিকরা প্রতিদিন সকালে কাজ করেন। বিকালে বেতন বাড়ানোর কথা মনে হলেই মাঠে নামেন। গতকালও শ্রমিকরা রাস্তায় নেমেছিল। আমরা মালিকদের সঙ্গে কথা বলেছি।
জাগো/এমআই

