‘পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পাবে বিশ্বব্যাংক, পেতে পারেন খালেদা জিয়াও’

আরো পড়ুন

ঢাকা অফিস: সরকারের পক্ষ বা বিপক্ষ দেখা হবে না, রাজনৈতিকভাবে যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে, তাদেরও সেতু উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন সরকারের সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ জুন) রাজধানীর মহাখালীতে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘কে সরকারের পক্ষে আর কে বিপক্ষে তা দেখব না। রাজনৈতিকভাবে যারা বিরোধিতা করেছে, তাদেরও আমন্ত্রণ জানাবো, চিঠি পাঠাব।’

২০১০ সালে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক। অভিযোগটি ছিল- কানাডার একটি কোম্পানি এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে। সেখানে বলা হয়- দুর্নীতির মাধ্যমে পদ্মা সেতু নির্মাণের কাজ পাওয়ার চেষ্টা করা হয়েছে। পরে সেই অভিযোগের কারণে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক তাদের ঋণ দেওয়া বন্ধ করে দেয়। তবে বিশ্ব ব্যাংকের ঋণ ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করেছে বাংলাদেশ। যা আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। সেদিন বিদেশিদের পাশাপাশি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘২৫ জুনের প্রস্তুতি শুরু করেছি, বিদেশিদের আমন্ত্রণ জানাবো। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানাবো।’

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সেই মিয়াং টেমবন ওবায়দুল কাদেরের পাশেই বসা ছিলেন।

‘সড়কে গণপরিবহনের শৃঙ্খলা নেই’ উল্লেখ করে কাদের বলেন, ‘গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু রাস্তায় গণপরিবহনে ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন না থাকলে উন্নয়ন প্রকল্পের সুফল আসবে না।’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ