বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু, সাথে শনাক্তও

আরো পড়ুন

করোনাভাইরাসে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল সমগ্র বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণঘাতী এ ভাইরাসের দৌরাত্ম্য কমে এসেছে। তবে সম্পূর্ণ নির্মূল হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রকোপ বিরাজমান রয়েছে।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯৯১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭৬৩ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ১৮ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৬০৭ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২১৬ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৬ হাজার ৮৬৫ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ