বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ১০ যাত্রীর

আরো পড়ুন

বরিশাল: বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

তিনি জানান, আজ ভোরে উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, এক জন নারী ও এক শিশু রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানান যায়নি। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। গাড়িসহ হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। আহত নিহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।

ঘটানাস্থল পরিদর্শন করে বরিশাল ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, গাড়িটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ