সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে মোহাসিনা মারিয়া (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত মারিয়া উপজেলার ধলবাড়িয়া এলাকার মহাসিন কবিরের মেয়ে ও কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে ধলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে আত্মহননের ঘটনা ঘটায় ওই ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে নাস্তা করে বাবা মা কলেজে বেরিয়ে যায়। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে মারিয়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান দাদী। পরবর্তীতে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে মোহাসিনা মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।
কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়ে নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

