ইমরান খানের আল্টিমেটাম, রেড জোন রক্ষায় সেনা অনুমোদন শাহবাজ সরকারের

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর ডাকা ‘আজাদি মার্চ’ এর কারণে উত্তাল অবস্থা বিরাজ করছে পাকিস্তানে। কয়েকটি শহরের পর রাজধানী ইসলামাবাদে পৌঁছে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন দলের প্রধান ইমরান খান। পরিস্থিতি কঠিন হয়ে পড়ায় সেনা তলব করেছে সরকার।

জিও নিউজের খবরে বলা হয়েছে, সরকারকে বিধানসভা ভেঙে দিতে এবং নির্বাচন ঘোষণা করার জন্য ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। জিন্নাহ অ্যাভিনিউতে ‘আজাদি মার্চ’ এর অংশগ্রহণকারীদের উদ্দেশে পিটিআই চেয়ারম্যান বলেন, তিনি খাইবার পাখতুনখোয়া থেকে ৩০ ঘণ্টা ভ্রমণের পর ইসলামাবাদে পৌঁছেছেন।

ইমরান খান বলেন, ‘সরকার আমাদের আজাদি মার্চকে দমন করার জন্য সব রকমের চেষ্টা করেছে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদে টিয়ারগ্যাস ব্যবহার করেছে, আমাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং বাড়ির গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তবে আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।’

তিনি বলেছেন যে, করাচিতে তিনজন পিটিআই কর্মী প্রাণ হারিয়েছেন এবং দুই কর্মীকে রাভি সেতু থেকে ফেলে দেওয়া হয়েছে। আরও হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

দেশে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য সরকারকে সময়সীমা প্রদান করে ইমরান খান বলেছেন, ‘আমদানি করা সরকারের জন্য আমার বার্তা হলো- বিধানসভা ভেঙে দেওয়া এবং নির্বাচন ঘোষণা করা। অন্যথায় আমি ছয় দিন পর আবার ইসলামাবাদে ফিরে আসব।’

ইসলামাবাদে এমন ঘোষণা দিয়ে ইমরান খান বানি গালার উদ্দশ্যে রওনা হয়েছেন। সেখানে একটি বড় জনসমাবেশে অংশ নেবেন তিনি।

এদিকে বুধবার রাতে ডি-চকে অবস্থান করা পিটিআই সমর্থকরা ইসলামাবাদের নিষিদ্ধ রেড জোনে প্রবেশ করেছে, যেখানে সুপ্রিম কোর্ট, পিএম হাউস, মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি সংবেদনশীল ভবন রয়েছে।

রেড জোনে পিটিআই মিছিলকারীদের উপস্থিতির প্রতিক্রিয়ায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন যে, রেড জোনে নিরাপত্তা সম্পূর্ণরূপে কার্যকর। তিনি বলেন, তারা জনসাধারণ ও সংবেদনশীল ভবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার কনভয় ফেডারেল রাজধানীতে প্রবেশ করে শহরের ডি-চকের দিকে মিছিল শুরু করার পরে ইসলামাবাদে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অবস্থিত সরকারি অফিসগুলোকে রক্ষা করতে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তান সরকার একটি প্রজ্ঞাপনে বলেছে যে সংবিধানের ২৪৫ অনুচ্ছেদে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে তলব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী তলব করার সরকারের সিদ্ধান্তের পর ইসলামাবাদ পুলিশ বিক্ষোভকারীদের সতর্কতা জারি করে এবং রেড জোনে প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়।

টুইটবার্তায় ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ‘রেড জোনে প্রবেশ বরদাশত করা হবে না। সমস্ত বিক্ষোভকারী এবং তাদের নেতাদের আদালতের নির্দেশ মেনে উক্ত এলাকায় প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।‌’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ