যশোরে ট্রাকচাপায় ভারতীয় কিশোরের মৃত্যু

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় সৌমেন দাস (১৫) নামে এক ভারতীয় কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) দুপুরেউপজেলার রাজাগঞ্জ রামপুর জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌমেন দাস ভারতের চব্বিশ পরগনা জেলার গইঘাট উপজেলার ঠেকরা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।

সৌমেন দাস মঙ্গলবার সকালে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল স্থলবন্দর থেকে সিএনজিতে করে তার পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে যশোরের কেশবপুরে তার মামা অনিল দাসের বাড়িতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে সৌমেন দাস তার পরিবারের সদস্যদের নিয়ে মণিরামপুর রাজাগঞ্জ রামপুর জামতলা মোড়ে পৌঁছালে সিএনজিতে তন্দ্রা অবস্থায় বসে থাকা সৌমেন দাস চলন্ত সিএনজি থেকে রাস্তার ডান পাশে পড়ে যান। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৮৯৫৩) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সৌমেন দাস। এদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ