বাঘারপাড়ায় মসজিদের পেছন থেকে ৬টি বোমা উদ্ধার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) বেলা ১১টার দিকে দর্গাহপুর ছব্বারের মোড়ে পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এতে মসজিদের মুসল্লি ও মোড়ের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শী মসজিদ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বৃদ্ধ সবদুল শেখ জানান, সকালে মসজিদের পিছনে বাগান পরিস্কার করতে গিয়ে বোমাসদৃশ বস্তু দেখেন। এ সময় তিনি মসজিদের পাশের রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে তা দেখান। আলমগীর তাৎক্ষণিক মুঠোফোনে রায়পুর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রায়পুর ফাঁড়ি ও থানা পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ওসি ফিরোজ উদ্দীন জানান, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমার উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পানিতে রেখে প্রাথমিকভাবে বোমাগুলো নিষ্কিয় করা হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ