পাচারকালে সেন্ট মার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা উদ্ধার

আরো পড়ুন

কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ মে) রাত ১২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেছে বানৌজা আলী হায়দার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বানৌজা আলী হায়দারের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১ জন শিশু। এরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার খবর পেয়ে নৌবাহিনী অভিযান শুরু করে। এ সময় ধাওয়া করে ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদেরকে বর্তমানে টেকনাফে রাখা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ