নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় আরবপুর ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালযে এক জরুরী সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু কমিটির বিলুপ্ত ঘোষণা করেন।
সভাপতি জাগো বাংলাদেশকে বলেন, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কমিটি স্থবির এবং সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম না থাকায় বিলুপ্ত ঘোষণা করা হয়। অতিশীঘ্রই সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

