মাগুরায় খুন করে গ্রেফতার এড়াতে নোয়াখালীতে গিয়ে গা ঢাকা দেন মুজাহিদুল ইসলাম জিহাদ নামের এক যুবক । তবু শেষ রক্ষা হলো না তার। অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে।
শনিবার (১৪ মে) ভোরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাপুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার জিহাদ মাগুরার মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামের গোলাম আকবরের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিহাদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। ২০২১ সালের ৩০ জুন থানায় এ মামলা করা হয়।
ওসি আরো বলেন, হত্যার পর নিজ গ্রাম ছেড়ে নোয়াখালীতে পালিয়ে আসেন জিহাদ। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন।

