অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে ফুলতলার ব্যবসায়ী নিহত

আরো পড়ুন

যশোর: যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে ফুলতলার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রকিবুল ইসলাম (৩৫) ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে।

বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৮টায় খুলনার ফুলতলার পার্শ্ববর্তী যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

যশোরের অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান ও ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফুলতলার পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার দত্তগাতী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ওপর দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোরের অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, নিহত রকিবুল ফুলতলার ব্যবসায়ী। ঘটনাস্থল অভয়নগরের মধ্যে হলেও হত্যাকাণ্ডে সাথে ফুলতলার কোনো বিরোধ বা সমস্যা সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ