খুলনায় বিপুল পরিমাণ ভোজ্যতেল মিললো গোডাউনে, জরিমানা এক লাখ ৬০ হাজার

আরো পড়ুন

খুলনার বড় বাজার এলাকার ৩টি গোডাউনে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল অবৈধভাবে মজুত পাওয়ায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।

র‍্যাব-৬ এর পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নগরীর বড় বাজার এলাকার সোনালী এন্টারপ্রাইজ, সাহা ট্রেডিং এবং রনজিত বিশ্বাস এন্ড সন্স এর গোডাউনে অভিযান চালান। এই তিনটি গোডাউনে অবৈধভাবে সয়াবিন ও পামওয়েল মজুত করার প্রমাণ পাওয়া গেছে।

সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার, সাহা ট্রেডিং এর মালিক দিলীপ সাহাকে ৯০ হাজার টাকা এবং রনজিত বিশ্বাস এন্ড সন্স এর মালিক অসিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ