করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৩, টানা ১৮ দিন মৃত্যু নেই

আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই ২৩ জন দেশের ছয় জেলার বাসিন্দা।

রবিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে টানা ১৮ দিন মৃত্যুহীন পার করলো বাংলাদেশ। মহামারি শুরুর দিকে ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর টানা ১৮ দিন কখনোই মৃত্যুহীন ছিল না।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এদিকে নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা আগের ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ১৪৬ জন।

নতুন ২৩ রোগীর মধ্যে ১৯ জন ঢাকার। আর একজন করে রোগী শনাক্ত হয়েছেন টাঙ্গাইল, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া এবং সিলেটের।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ