নিজস্ব প্রতিবেদক: যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহজাদা নেওয়াজের মাতা জায়েদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ মে) সকাল সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
শুক্রবার বাদ আসর ডালমিল জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পর রাজবাড়ি কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদস্য নূর ইমাম বাবুল, সদর উপজেলা সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, সদস্য কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, ফারুক, ঈমন তরফদার, শামসুর রাহমান, কামরুল হাসান, আরিফুল ইসলাম, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, মামুনুর রশীদ, ইশতিয়াক আহমেদ, আশরাফুল ইসলাম, অনিক আহমেদ আলমগীর হোসেন প্রমুখ।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন।

