যশোরে দুই হাজার পরিবার পেলো স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার (১ মে) বিকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দুই হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার হিসাবে বিরিয়ানির চাউল, ডাল, সেমাই তেল, আলু সাবান, মসলাসহ ১০ রকমের ঈদ সামগ্রী পেয়ে খুশী এসব অসহায় দরিদ্ররা।

যশোর টাউন হল ময়দানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

IMG 20220501 WA0001
এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারী করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এজন্য আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।

অনুষ্ঠানে প্রধান বক্তা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পথচলা। শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে। এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বুঝেন। তাই তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্ম না নিলে যেমন এদেশের জন্ম হতো না, তার সুযোগ্যকন্যা শেখ হাসিনার জন্ম না হলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী না হলে অর্থনৈতিক মুক্তি হতো না। করোনা কালে যখন বিশ্বের অনেক দেশে অর্থনেতিক চাকা দুর্বল হয়ে গেছে; তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করোনাকালেও অর্থনৈতিক চাকা শক্তিশালী। তাই শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, সহ সভাপতি আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল।

এছাড়া স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার ৮ উপজেলার সভাপতি সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ