বেনাপোলে মগর আলীকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ২

আরো পড়ুন

শার্শা: যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৪২) ও শামছুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে যশোর রেল গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রধান আসামি হারুন নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামি সামছুর রহমান কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। এতে মগর আলী নামে এক আওয়ামী লীগ নেতা মারা যান। ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হারুনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ