শার্শায় খড়ের গাদা থেকে উদ্ধার সেই নবজাতকের দায়িত্ব নিলেন নিঃসন্তান রিক্তা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় খড়ের গাদা থেকে উদ্ধার নবজাতকের দায়িত্ব নিলেন রিক্তা খাতুন নামের এক নিঃসন্তান নারী। যাচাই-বাছাই শেষে রবিবার (১৭ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির উপস্থিতিতে ওই নারীর কাছে নবজাতককে হস্তান্তর করা হয়।

এ সময় শিশুটির নামে ১০ শতক জমির দলিল রেজিস্ট্রির প্রতিশ্রুতি দেন রিক্তা খাতুনের পরিবার। সোমবার (১৮ এপ্রিল) দলিল রেজিস্ট্রি হবে মর্মে পরিবারটি মুচলেকা দেয়।

এর আগে ছয় নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নিতে আবেদন জানান। তাদের আবেদন নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান যাচাই-বাছাই করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, আল্লাহ সব শিশুর হেফাজতকারী। মায়ের কোলে যত্নে থাকুক আব্দুর রহিম। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

নবজাতকের দায়িত্ব নেওয়া রিক্তা খাতুন বলেন, ১৭ বছরের বিবাহিত জীবনে আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান দেননি। মাতৃত্বের স্বাদ আমি কখনো পাইনি। তবে আজ আমি এ সন্তানকে পেয়ে খুব খুশি। একইসঙ্গে ধন্যবাদ জানাই শার্শা প্রশাসনকে।

গত শনিবার রাতে প্রেস ক্লাবের পাশ দিয়ে যাওয়ার সময় খড়ের গাদায় বাচ্চাটিকে নড়াচড়া করতে দেখেন আকরাম হোসেন নামের এক ব্যক্তি। নবজাতকে উদ্ধারের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান তিনি। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাককে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ