ভালোবাসার ইফতার ২ টাকায়

আরো পড়ুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী অবস্থার মধ্যেও মাত্র ২ টাকায় ছয় পদ দিয়ে সাজানো ইফতার বিক্রি করছে নওগাঁর একটি প্রতিষ্ঠান।

‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ স্লোগানে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে ১০০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতার বিক্রি করা হয়।

ব্যতিক্রমী ও সেবামূলক এ কাজের উদ্যোগ নিয়েছেন নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফুড প্যালেস রেস্টুরেন্টের মালিক মনোয়ার হোসেন লিটন।

শনিবার শহরের মুক্তির মোড় এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন নিম্নবিত্ত মানুষের মধ্যে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে ২ টাকায় ইফতার বিক্রি করা হবে বলে জানা গেছে।

পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ২টাকার এই ইফতার বিক্রি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, ভ্যানের দুই পাশে লেখা ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজানজুড়ে’। ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাদের মধ্যে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারাও।

দুই টাকায় ইফতার কিনে নিয়ে ফিরছিলেন এজাবুল হক নামের এক রিকশাচালক। অনুমতি নিয়ে তার প্যাকেটটি খুলে দেখা গেলো ইফতারের জন্য প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেসের কর্মী সাইদুর রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০ টাকায় বিক্রি হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।

ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র দুই টাকায় ইফতারি সরবরাহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

ফুড প্যালেস রেস্টুরেন্টের মালিক মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনামূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে, সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। পুরো রমজান মাসজুড়ে এই আয়োজন চলবে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ